ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। একসময়ের কিংবদন্তি খেলোয়াড়, পরবর্তী সময়ে তাঁরাই প্রশিক্ষক বা সংগঠকের ভূমিকা পালন করলে কার্যত সাফল্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্রখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পরামর্শ নিঃসন্দেহে এক্ষেত্রে যথেষ্ট প্রাসঙ্গিক। ‘দশ চক্রে ভগবান ভূত’ উপমায় ত্রিপুরার সেরা ক্রিকেটার তিমির চন্দ অপাঙক্তেয় হলেও কাগজে-কলমে সে কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সচিব। ঘটনাক্রমে দেরাদুনে তিমির চন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের। কথোপকথন কালে ত্রিপুরার ক্রিকেট উন্নয়ন নিয়ে কথা উঠেছে। স্বাভাবিকভাবেই অতি পরিচিতির নিরিখে সৌজন্য স্বরূপ সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ত্রিপুরা ক্রিকেটের উন্নতিকল্পে প্রয়োজনীয় পরামর্শ এবং বুদ্ধি দিতে কিঞ্চিৎ পরিমাণও কার্পণ্য করেন নি। উল্লেখ্য, রোড সেফটি টুর্নামেন্ট ওয়ার্ল্ড সিরিজের খেলা হচ্ছে। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পাঁচটি ম্যাচ হবে দেরাদুনে। তাতে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দল খেলছে। এই দল এখন দেরাদুনে। কার্যকারণে ত্রিপুরার তিমির চন্দও এখন দেরাদুনে রয়েছে। সৌজন্যমূলক সাক্ষাৎকারে তিমির তাঁদের কাছ থেকে বিভিন্ন রকমের সংগঠনিক পরামর্শ ও উপদেশ পেয়েছেন। সুযোগ পেলে তিমির চন্দ সেগুলোর বাস্তবায়ন ঘটাতে পারবেন বলে জানিয়েছেন।
2022-09-21