আগরতলা, ২১ সেপ্টেম্বর : তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এলাকায় স্থানীয়জনগণ পাঁচজন ড্রাগ সেবনকারীকে আটক করেছেন৷ তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই নেশাখোরদের দৌরাত্ম্য এলাকার মানুষজন অতিষ্ঠ৷
শেষ পর্যন্ত পুলিশের উপর আস্থা হারিয়ে স্থানীয় জনগণই নেশাখোরদের আটক করে উত্তম মধ্যম দেন৷ পরবর্তী সময় তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে ছুটে যায় এবং নেশাখোরদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷