স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল প্রাক্তন পড়ুয়াদের
শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবারও স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদ । এদিন শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তনীরা স্কুলের পোশাকের রং পরিবর্তনের প্রতিবাদে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করেন তাঁরা। জানা গিয়েছে, শিলিগুড়ি গার্লস হাইস্কুল, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়, মার্গারেট হাইস্কুল, নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাইস্কুলের প্রাক্তনীরা মিছিলে অংশ নেন।
প্রসঙ্গত, রাজ্যের সরকারি, আধা সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত সমস্ত স্কুলের পোশাক একই রঙের হবে বলে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে নবান্ন। সমস্ত স্কুলের পোশাক নীল-সাদা রঙের হবে এবং জামার বুকে বিশ্ব বাংলা লোগো থাকবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। যা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

