গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন স্টেশনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩১ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত অপ্রাপ্তবয়স্কদের তাদের বাবা-মা / অভিভাবক, চাইল্ড লাইন এবং এনজিও-র হাতে নিরাপদ আশ্রয় ও পরবর্তী পদক্ষেপের জন্য তুলে দেওয়া হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এই তথ্য দিয়ে জানান, ১৩ সেপ্টেম্বর কাটিহার রেলওয়ে স্টেশনে মানব-পাচারকারী, অননুমোদিত ফেরিওয়ালা, ভিখারিদের বিরুদ্ধে এক অভিযান চালিয়ে কাটিহার (ইস্ট) আরপিএফ পাঁচজন বাড়ি থেকে পালিয়ে আসা অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করেছে।
একই দিনে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে নিউ কোচবিহার আরপিএফ মানব-পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। ওই অভিযানে তারা একজন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। ছেলেটিকে দেখে মনে হয়েছিল, সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিল। পুনরায় একই দিনে রঙিয়ার আরপিএফ কুইক রেসপন্স টিম রঙিয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একজন পলাতক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে।
১২ সেপ্টেম্বর একাধিক ঘটনায় পৃথক পৃথক রেলওয়ে স্টেশন থেকে পাঁচজন অপ্রাপ্তবয়স্ককে আরপিএফ উদ্ধার করে। কাটিহার (ইস্ট) আরপিএফ কাটিহার রেলওয়ে স্টেশনে ‘নানহে ফরিস্তে’ অভিযানের অধীনে তল্লাশি চালানোর সময় স্টেশন এলাকা থেকে দু-জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ভিক্ষা করা অবস্থায় উদ্ধার করে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গুয়াহাটির আরপিএফ স্টাফ ও সিআইবি টিম এবং রেলওয়ে চাইল্ড লাইন, গুয়াহাটির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে দু-জন পালিয়ে আসা অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। নিউ জলপাইগুড়ির আরপিএফ স্টাফ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একজন পালিয়ে আসা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে।
এছাড়া, ১০ এবং ১১ সেপ্টেম্বর কাটিহার, আগরতলা, হাসিমারা ও ফালাকাটা স্টেশনে পৃথক পৃথক অভিযান ও তল্লাশি চালিয়ে আরপিএফ ১৯ জন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করে।
মানব-পাচারের সঙ্গে জড়িত সন্দেহজনক ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি স্টেশনগুলিতে সন্দেহজনক অবস্থায় শিশুদের চলাফেরা করা, অভিভাবক ছাড়া শিশুদের একা একা ভ্রমণ করা ইত্যাদি বিষয়ে সর্বদা সতর্ক থাকার জন্য আরপিএফ-এর ট্রেন একসোর্ট পার্টি ও কর্মীদের বিভিন্ন স্টেশনে নিয়োজিত করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে “মেরি সহেলি”-র অধীনে একটি নতুন পদক্ষেপ শুরু করা হয়েছে এবং মহিলা / শিশু যাত্রীদের নিরাপত্তা / সুরক্ষা সম্পর্কে সচেতন থাকতে যে কোনও জরুরিকালীন সময়ে ১৩৯ হেল্পলাইন নম্বর ব্যবহার করার জন্য দিনরাত ২৪ ঘণ্টা সক্রিয় করে রাখা হয়েছে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।