হাফলং (ডিমা হাসাও জেলা, অসম), ০৯ জানুয়ারি, (হি.স.) : ডিমা হাসাও স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাইয়ের বাড়িতে গুলি হামলা হয়েছে| সিইএম-এর পরিবার সূত্রে জানা গেছে, জেলার দিয়ংমুখে তাঁদের নিজের বাড়িতে গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ কে বা কারা ধারা গুলিবর্ষণ করেছে| তবে এই গুলি হামলায় কেউ হতাহত হননি বলেও সূত্র জানিয়েছে| এ-ঘটনায় এলাকা-সহ ওয়াকিবহাল মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| ঘটনার খবর পেয়ে দিয়ংমুখে সিইএম-এর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করার পাশাপাশি সশস্ত্র হামলাকারীদের আটক করতে তল্লাশি চালানো হয়েছে বলে প্রশাসনের এক সূত্র জানিয়েছে| সিইএম-এর বাড়ির বাথরুমের দেওয়ালে দশটি গুলির চিহ্ন তাঁরা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ| প্রত্যক্ষদর্শী প্রদত্ত বিবরণের ভিত্তিতে পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল রাতে দুটি গাড়িতে এসে তড়িগতিতে গুলিবর্ষণ করে দ্রুতগতিতে গা-ঢাকা দিয়েছে| এখানে উল্লেখ করা যেতে পারে, ডিমা হাসাও স্বাশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাইয়ের বিরুদ্ধে বিজেপি-র দশ কার্যনর্বাহী সদস্য যখন বিদ্রোহ করে তাঁদের পুরনো ঘর কংগ্রেসে যোগদান করেছেন| দলবদল ও হোজাইয়ের বিরুদ্ধাচরণ এবং গতকাল রাতে গুলি হামলার ঘটনায় অন্য গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল|
2016-01-09