Road Block:শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করবুকে

করবুক, ১২ সেপ্টেম্বর : ফের শিক্ষকের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলনমুখী হয়েছে। ঘটনা করবুক ব্লকের প্রহ্লাদ সর্দার পাড়া উচ্চ বিদ্যালয়ে। আজ শিক্ষকের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেছে।

তাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারনে ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হচ্ছে। বারবার শিক্ষকের জন্য দাবি জানিয়েও বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক মিলছে না। তাই, বাধ্য হয়ে এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছে, জানাল ছাত্রছাত্রীরা।এদিন তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা লিখিত প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় বসে পড়ে। যদিও দীর্ঘ সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। তারা ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় রাস্তা।