ওয়ার্ল্ড ডেইরি সামিট ২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

গ্রেটার নয়ডা (উত্তর প্রদেশ), ১২ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্টে আয়োজিত আন্তর্জাতিক ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিট (আইডিএফ ডাব্লুডিএস) ২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্টে একটি প্রদর্শনীও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী।

কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা, ওয়ার্ল্ড ডায়েরি সামিট ২০২২-এ ভাষণ দেওয়ার সময় বলেন, এটি ভারতে ৪৮ বছর পরে আয়োজিত হয়েছে। আমাদের দুধের উৎপাদন আজ ২২০ মিলিয়ন টন। আমরা ‘আত্ম নির্ভর ভারত’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্বৃত্ত দুধ রফতানির অবস্থানে করছি।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, আজ ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আইডিএফ ডাব্লুডিএস ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এই সামিটে ৫০টি দেশের প্রায় ১৫০০জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।এরআগে ১৯৭৪ সালে ভারতে শেষ এই ধরনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *