কলকাতা,১১ সেপ্টেম্বর (হি. স.): এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । উত্তরবঙ্গ সফরে গিয়ে রবিবার ছুটির বেলায় সেবকেশ্বরী মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন লক্ষ্য চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে । দলের বিভিন্ন ভাবনাচিন্তা শ্রমিকদের বোঝানোর জন্যই উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর তাই সভায় যোগ দেওয়ার আগেই এদিন সেবকেশ্বরী মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মায়ের পুজো দিতে দেখ যায় ।
রবিবার দুপুরে মালবাজারে অভিষেকের সভা । তার আগেই গত কাল দলের শ্রমিক সংগঠন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চা বাগানের শ্রমিকদের নিয়ে সম্মেলন হয়েছে । সেখানে শ্রমিকদের কথা শুনেছেন তৃণমূল নেতৃত্ব ।