নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ দিনের পর দিন শহরে বাড়ছে চোরের উপদ্রব৷ সম্প্রতি রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় পর পর কয়েকটি দোকানে চুরি হওয়ায় পুলিশের দ্বারস্ত হল গোলচক্কর এলাকার বাসিন্দারা৷ শুক্রবার পশ্চিম থানায় এক ডেপুটেশনে মিলিত হয় এলাকাবাসী সহ স্থানীয় জনগণ৷ পুলিশের কাছে দাবি জানানো হয় রাতের বেলা গোলচক্করে পুলিশী টহলদারি যেন বাড়ানো হয়৷ উল্লেখ্য, গতকাল রাতে একদল চোর হানা দেয়প্রদীপ কর্মকার নামে এক ব্যবসায়ীর দোকানে৷ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ মাসুম মিয়া নামে একজনকে হাতে নাতে ধরে ফেলে৷ যদিও পরে সে পালিয়ে যায়৷ প্রতিনিধি দলের তরফে হাবুল বিশ্বাস জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে পশ্চিম থানার পুলিশ৷
2016-01-09