বাংলাদেশে পাচারকালে বাইকসহ কদমতলায় ধৃত আসামের তিন যুবক

BIKEনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ জানুয়ারি৷৷ বাংলাদেশে পাচারকালে বাইক সহ আটক তিন যুবক৷ যুবকদের বাড়ি আসামের কাছাড় জেলার শিলচরে৷ গতকাল রাত এগারোটা নাগাদ আসাম আগরতলার বিকল্প জাতীয় সড়ক কাঁঠালতলি হয়ে ত্রিপুরার ঝেরঝেরি দিয়ে প্রবেশের সময় তিনটি ব্র্যান্ড নিউ সুজুকি বাইক তিন যুবককে আটক করে কদমতলা থানার পুলিশ৷ ধৃত তিন যুবকের নাম মিন্টু দাস (২৯) ইন্দুভুষণ ধর (২৭) এবং চিত্তমোহন বর্মণ (২৫)৷ প্রত্যেকের বাড়ী আসামের শিলচরে৷ কদমতলা থানার পুলিশ বাইকসহ তিন যুবককে আটক করে বাইকের কাগজ পত্র চেয়ে জিজ্ঞাসাবাদ চালালে জানতে পারে ঐ বাইকগুলি শিলচরে বিনা অটো মোবাইলস প্রাাইভেট লিমিটেড নামক সুজুকি বাইকের শরুম থেকে নিয়ে এসেছে৷ বাইক তিনটির কোন কাগজ পত্র দেখাতে না পারায় বাইক সহতিন যুবককে কদমতলা থানাতে নিয়ে আসে পুলিশ৷ ধৃত তিন যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তিনটি নতুন বাইক শিলচরে শরুম থেকে আগরতলার বিশালগড় ভারত বাংলা সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে এসেছিল এই তিন যুবক৷ এদিকে, কদমতলা থানার ওসি কিরন শঙ্কর চৌধুরী জানান, আসামের তিন যুবক দলের সাথে রাজ্যের বেশ কিছু চোরা পাচারকারী জড়িত রয়েছে৷ এই পাচারকারী দলটি এর পূর্বেও আসাম থেকে নতুন বাইক নিয়ে পাহাড়ি ত্রিপুরা হয়ে বাংলাদেশে বাইক পাচার করেছে৷ পাশাপাশি ওসি আরও জানান প্রতিটি বাইকের মূল্য ১লক্ষ ২৫ হাজার টাকা৷ তবে তিন যুবক শরুম থেকে বাইক কেনার কাগজ ছাড়া আব কোন কাগজ পত্র দেখাতে পারেনি৷ মূলত করঁফাকি দিয়ে বাংলাদেশে দ্বিগুন দামে বিক্রি করা হয় ঐ সকল বিলাশহুল বাইক৷ পুলিশ আটককৃত তিনটি বাইক চুরাইবাড়ি বিক্রয় কর দপ্তরের হাতে তুলে দেয় এবং ধৃত তিন যুবককে ছেড়ে দেয়৷ এধরনে অভিযান জারি থাকবে বলে জানায় কদমতলা থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *