নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ৮ জানুয়ারি ৷৷ কৈলাসহরের বৌলাপাশা রাস্তায় ক্যাবল টানার জন্য মাটি খোজার কাজ চলছে গত কদিন ধরে৷ পিডব্লডি রাস্তার মোড এবং উত্তর দিকে কাচের ঘাট রাস্তার মোড়ে কোনও ট্রাফিক পুলিশ না থাকায় বড় গাড়ি ঢোকায় বিশেষ করে অফিস টাইমে ট্রাফিক জ্যাম হচ্ছে৷ কখনও আধঘন্টা বা তারও বেশি সময় যানবাহন আটকে থাকছে৷ এই সময়ে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়না৷ এতে প্রতিদিনই ব্যস্ত সময়ে জন্যদুভোগ বাড়ছে৷ সংশিষ্ট কতৃপক্ষ উদাসীন৷
শুক্রবার বেলা সাড়ে ১০ টা নাগাদ বৌলাপাশা রাস্তায় যানজটে চরম আকার ধারন করে৷ যানজটে আটকে থাকা নাগরিকদের তরফে খবর আসে ভিশন টিভি দপ্তরে৷ ছবি তোলা হয় জনদুভোগের৷ প্রত্যেক নাগরিকই চান যেহেতু মাটি ঘোড়ার কাজ চলছে তাই অন্তত ব্যস্ত সময়ে ওয়ানওয়ে করা হোক এই রাস্তাটি৷ একই সাথে রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ দেওয়া যেতে পারে৷
2016-01-09