কল্যাণপুরে সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

tripuramapনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ কল্যাণপুর থানার আমতলীঘাট এলাকা থেকে আজ একটি সদ্যোজাত শিশুকে এক মহিলার হেপাজত থেকে উদ্ধার করা হয়েছে৷ শিশুটিকে চিকিৎসার জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শিশুটির মাতৃ পরিচয় জানা যায়নি৷ সংবাদ সূত্রে জানা যায়, এক বিধবা মহিলা আমতলীঘাট এলাকার রবি ওরাংয়ের বাড়িতে গতকাল রাতে আশ্রয় নেয়৷ রবি ওরাংয়ের স্ত্রী ধাইয়ের  কাজে অনেকটাই দক্ষ৷ বিধবা ঐ মহিলা প্রসব করানোর জন্যই রবি ওরাংয়ের বাড়িতে গিয়েছিলেন৷ যথারীতি রাতে একটি শিশু পুত্র ভূমিষ্ট হয়৷ শুক্রবার সকালে শিশু পুত্রটিকে রবি ওরাংয়ের বাড়িতে রেখেই পাশানি মা গা ঢাকা দেয়৷ তাতে বিপাকে পড়ে রবি ওরাংয়ের পরিবার৷ সদ্যোজাত শিশুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়৷  খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশও রবি ওরাংয়ের বাড়িতে ছুটে যায়৷ সেখান থেকে শিশুটিকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ বর্তমানে শিশুটি সুস্থই রয়েছে৷ শিশুটিকে হোমে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে৷ এদিকে রবি ওরাংকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, ঐ মহিলা নাকি গতকাল রাতে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল৷ মহিলার নামধাম জানাতে পারেনি রবি ও তার স্ত্রী৷ ঐ মহিলা মালাকার সম্প্রদায়ভুক্ত বলে তারা জানিয়েছে৷ মহিলা নিজেকে সিধাই এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে৷ অবশ্য বিস্তারিত কোন তথ্য তাদের কাছ থেকে জানা যায়নি৷ স্থানীয় মানুষের অভিযোগ রবি ওরাংয়ের বাড়িতে প্রায়ই অসামাজিক কাজকর্ম সংগঠিত হয়৷ রবি ওরাং এবং তার স্ত্রী ওঝা হিসেবে কাজ করে থাকে৷ এই পরিবারটিকে এলাকা ছাড়া করার জন্যও স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে৷ আজ ঐ বাড়ি থেকে সদ্য প্রসব হওয়া শিশু উদ্ধারের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরো চরম আকার ধারণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *