সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবি রাজ্যের হগবপন্থী কর্মচারী নেতাদের

HGBনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ রাজ্যে সপ্তম কমিশনের বেতন ক্রম কার্যকর করার জন্য কেন্দ্রকে প্রয়োজনীয় অর্থ প্রদানের জন্য দাবি জানিয়েছেন রাজ্যের হগবপন্থী কর্মচারী সংগঠনের নেতা অসীম পাল৷ তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনাও করেছেন৷ আগামীকাল থেকে সর্বভারতীয় স্বীকৃতিপ্রাপ্ত কর্মচারী সংগঠনগুলোর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রতিনিধিরা আগরতলায় ভগত সিং যুব আবাসে কর্মশালায় সামিল হচ্ছেন৷ এই কর্মশালা চলবে দু’দিন৷ শেষ দিনে অর্থাৎ ১০ জানুয়ারী বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে৷ শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্পাদক অসীম পাল সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই প্রত্যেক রাজ্যেই কর্মচারীদের প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ অসীমবাবু সপ্তম বেতন কমিশনের তীব্র সমালোচনাও করেছেন৷ কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন চুক্তিবদ্ধ কর্মাচরীদের নিয়ে কোন সংস্থান রাখেনি৷ শূণ্যপদ পূরণ নিয়েও কোন বক্তব্য নেই৷ সেন্ট্রাল স্কীমে যেসব লোক কর্মরত রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়েও কোন স্পষ্টিকরণ নেই৷ শিক্ষক কর্মচারীর সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের পরামর্শ অনুযায়ী৷ কেন্দ্রীয় সরকার এবং সপ্তম বেতন কমিশনেব ত্রুটিগুলি তুলে ধরে রীতিমতো সমালোচনায় মুখর হন বামপন্থী কর্মচারী নেতা অসীমবাবু৷ তিনি বলেন, রাজ্যেও সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার জন্য রাজ্যকে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে৷ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণেই রাজ্যে কর্মচারীদের জন্য চাহিদা মতো বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন৷
দু’দিন ব্যাপী কর্মশালায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এসব বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হবে৷ পাশাপাশি রাজ্যের আর্থিক বাজেট না কমানোর জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *