কলকাতা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : পঞ্চায়েত ভোটের আগে নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে দলকে চাঙ্গা করার জন্য ‘ভোকাল টনিক’ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী দলগুলিকেও এদিন জোরদার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গকে অপমান করার অভিযোগ তুলেছেন তিনি। প্রতি সপ্তাহে নিজের মনের কথা দেশবাসীর সঙ্গে ভাগ করার জন্য নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের নাম টেনে এনে কটাক্ষ করেন মমতা।এদিন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলনেত্রী। ‘মন কি বাত’-কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘মন কি বাত মনের ব্যথায় পরিণত হবে’। নাম না করে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘মনে ব্যথা হয় না’? মমতার কটাক্ষ, ‘বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো। কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপি নিজেদের কথায় চালনা করছে বলেও এদিন ইঙ্গিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কটাক্ষ, ‘কাল মলয়, পরশু ববি, তারপর চন্দ্রিমা। অভিষেকের বাচ্চাও দু’বার ঘুরে এসেছে সিবিআই অফিস থেকে।রাজনীতিতে লড়াই করো, আমরা আছি। ২০২১ কি করতে বাকি রেখেছো। জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই। ভেবেছে স্ট্রং নেতাদের গ্রেফতার করালে, বাকি কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো নিহত সিংহের চেয়ে, আহত সিংহ অনেক ভয়ংকর।’