Dilip Ghosh:ধান কেনাবেচা নয়, নেশার আসর বসে কিষান মান্ডিতে, বোলপুরে অভিযোগ দিলীপের

বীরভূম, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : ধান কেনাবেচার বদলে কিষান মান্ডিগুলিতে নেশার আসর বসে বলে এ বার অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে গিয়েছিলেন তিনি। সেখানকার মাছ বিক্রেতা এবং সবজি বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন। তার পরই এমন মন্তব্য করেন দিলীপবাবু। তাঁর অভিযোগ, “কিষাণ মান্ডিগুলি সমাজবিরোধীদের আড্ডার জায়গা হয়ে উঠেছে। কৃষকদের থেকে ধান কেনার বদলে সেখানে নেশার আসর বসে, ফূর্তি হয়।”

শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি কিষাণ মান্ডিগুলির সঠিক ব্যবহারই রাজ্য সরকার করতে পারছে না বলেও এ দিন অভিযোগ তোলেন দিলীপবাবু। তিনি বলেন, ‘‘কোটি কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। অন্তত ৭০-৮০টি বাজার রয়েছে বাংলায়। আমি ঘুরে ঘুরে দেখেছি। যত সমাজবিরোধীদের আড্ডা হয়, মদ খাওয়া, ফূর্তি হয়। ”

দিলীপবাবু বলেন, “শুধু বিল্ডিং দেখিয়ে ভোট তুলছে।কোথাও কোনও কাজ হয় না। অনেক জায়গায় সবজি মান্ডি লেখা রয়েছে। কিন্তু সবুজ সাথীর সাইকেল রাখা হয়েছে। জঙ্গল হয়ে গিয়েছে। এগুলি তো পাইকারি বাজার। এখানে পাইকারি হারে ধান চাল বিক্রি হওয়ার কথা। কিন্তু রোজের বাজার বসে গিয়েছে। সবজি, মাছ বিক্রি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *