ইসলামাবাদ, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া আসন্ন মহিলাদের টি-২০ এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং জুলাই-আগস্টে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। দলে জায়গা পাননি আনাম আমিন, গুল ফিরোজা ও ইরাম জাভেদ।
পাকিস্তান মহিলা দলের নির্বাচক আসমাবিয়া ইকবাল এক অফিসিয়াল বিবৃতিতে বলেন, “সাদাফ শামাস সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে এবং আমরা মনে করি এটিই তাকে জাতীয় দলে আনার সঠিক সময়।” টুর্নামেন্টের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
পাকিস্তান স্কোয়াড: বিসমাহ মারুফ (অধিনায়ক), ইমেন আনোয়ার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, ফাতিমা সানা, কাইনাত ইমতিয়াজ, মুনিবা আলী, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, সিদরা নওয়াজ এবং তুবা হাসান।
রিজার্ভ খেলোয়াড়: নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।