Sports:পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্সে অংশ নিতে রাজ্যদলের রওয়ানা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। বিহারের পাটনাতে পূর্বাঞ্চলীয় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু ১০ সেপ্টেম্বর থেকে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আসরে অংশ নিতে ৭১ সদস্যের ত্রিপুরা দল বুধবার রওয়ানা হলো। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য দলের প্রত্যেক অ্যাথলেটকে টি-‌শার্ট দেওয়া হয়। রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাথলেটদের সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। উল্লেখ্য, ত্রিপুরা পুরুষ দলের কোচ:‌ মলিন দাস, মহিলা দলের কোচ;‌ আফসানা আখতার।

ত্রিপুরা দল:‌ অনূর্ধ্ব-‌১৪ (‌বালক)‌:‌ প্রীয়াঙ্কর রুদ্র পাল, রোহিত দাস, আকাশ সরকার, উৎপল ঘোষ, জয়দেব রুদ্র পাল, নিশান সাহা, সোমরাজ কর্মকার, (‌বালিকা)‌ তানিয়া শর্মা, অর্পিতা দাস, মোনাই ঘোষ, জিয়া বসাক,অনূর্ধ্ব-‌১৬ (‌বালক),বিপ্রজিৎ দাস, হরিধন দে, অনিমেষ দে, রাহুল রুদ্র পাল, সুনীল মগ, অনুজ দাস, (‌বালিকা)স্মৃতি দাস, অর্পিতা সরকার, মমিতা দাস, স্নিগ্ধা চৌধুরি, অন্তরা ঘোষ, অনামিকা পাল, অনাদ্রিতা চোধুরি, রিয়া দেবনাথ, পিয়ালী মজুমদার, অনুশ্রী মালাকার, অনূর্ধ্ব-‌১৮ (‌বালক) সন্দীপ দেবনাথ, সম্রাট মালাকার, আকাশ বর্মন, বিশাল দেববর্মা, রত্নদ্বীপ ভৌমিক, রাহুল সাহা, কিষান দেববর্মা, বিপ্রজিৎ রুদ্র পাল, শায়ন দাস, সৈকত ঘোষ, নবজিৎ দাস, (‌বালিকা)লক্ষ্মীরাণী ত্রিপুরা, রাধা দেবনাথ, অনামিকা দেবনাথ, কেয়ামনি আক্তার, ইয়াসমিন আক্তার, মৌমিতা শীল, পূর্ণিমা দাস, অনূর্ধ্ব-‌২০ (‌বালক)শুভঙ্কর দে, কুশ কুমার দত্ত, আকাশ দেবনাথ, রাকেশ দত্ত, অঙ্কুর দেব, অনিকেত শীল, গৌরব দেবনাথ, শায়ন সাহা, শায়ন দাস, প্রশান্ত রুদ্র পাল, পিপন সূত্রধর, ভুটন ঘোষ, আকাশ নাথ, (‌বালিকা)‌ বর্ণ সরকার, দেবশ্মিতা লোধ, সাহানাজ আক্তার, দ্বীপশিখা সূত্রধর, পূরবী দাস, নিপা সরকার, অনুচিতা সরকার এবং শান্তা দেব। ‌‌‌‌‌ম্যানেজার:‌ প্রীয়লাল সাহা। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার নির্বাচক কমিটির ভারপ্রাপ্ত বীরেন্দ্র মজুমদার অ্যাথলিটদের নাম ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *