ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ভাগ হলো পয়েন্ট। খেলা শেষ হলো অমিমাংশিতভাবে। বুধবার মুখোমুখি হয়েছিলো কাইপেং বুলাই এবং কুঞ্জ স্পোর্টিং। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে বুধবার শুরু থেকেই দুই দল আক্রমাত্তক ফুচবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকে। কিন্তু কোনও দলই প্রথমার্ধে জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে কাইপেং বুলাই এর পক্ষে পহর জমাতিয়া এবং কুঞ্জ স্পোর্টিং দলের পক্ষে কোতল জমাতিয়া গোল করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিজয় কুমার জমাতিয়া।
2022-09-07