নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ‘ম্যায় ভারত কা আভারি হুঁ’। চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে এভাবেই শবাসীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালেই রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে । এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন হাসিনা। এখানেই এই কথা বলেন তিনি ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ভারত আমাদের বন্ধু। ভারতে আসা তাই সবসময়ই বিশেষ মাত্র যোগ করে। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় মনে রাখি। আমরা পরস্পরকে সাহায্যের মাধ্যমে একসঙ্গে কাজ করতে চাই। মানুষের উন্নয়ন এবং অর্থনীতি উন্নয়ন নিয়ে আলোচনা হবে। আমি আশাকরি আলোচনা ফলপ্রসূ হবে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন হিন্দিতে কথা বলতে শোনা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে তিনি বলেন, “ভারতবাসীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে।” সাংবাদিকদের হাসিনা বলেন, “ছ’বছর আমি দিল্লিতে ছিলাম। তখন অল্প অল্প হিন্দি শিখেছি। তাই চেষ্টা করলাম”।