Protest:চাকরির দাবীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি বেকার ফার্মাসিস্টদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  বেকার ফার্মাসিস্টদের অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার পুনরায় প্রতিবাদ বিক্ষোভে শামিল হন বেকার ফার্মাসিস্টরা৷ তারা বলেন,মহাকরণ থেকে মন্ত্রীর নিয়োগের গল্প আর শুনতে চায় না বেকার ফার্মাসিস্টরা৷ এবার স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চায় ঘোষণা হওয়া শূন্যপদে কবে নিয়োগ হবে৷ উল্লেখ্য, ২০২১ সালে ডিসেম্বর মাসে ও চলতি বছরের আগস্ট মাসে রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের ঘোষণা দেওয়া হয়৷ কিন্তু এই নিয়োগ নিয়ে এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়নি৷ তাই সোমবার রাজ্যের বেকার ফার্মাসিস্টরা একত্রিত হয়ে মহাকরণে গিয়ে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করতে যায়৷ নির্বাচনের আগে এই নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় আনএমপ্লয়েড ফার্মাসিস্টরা৷ প্রায় সাড়ে তিন হাজার এলোপ্যাথী ও একশো জন আয়ুর্বেদিক  ও হ্যোমিওপ্যাথিতে বেকার ফার্মাসিস্ট রয়েছে রাজ্যে বলে জানান তারা৷ আরো বলেন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্টের অভাবে রাজ্যের বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে৷ সরকারের কোন ধরনের ইতিবাচক ভূমিকা নেই৷ সরকার শুধু মহাকরণের মাধ্যমে লোক নিয়োগের গল্প শোনাচ্ছে৷ কিন্তু নিয়োগের কোন দেখা মিলছে না৷ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে, দেখা করার সুযোগ মিলছে না৷ এমনকি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে পর্যন্ত ফোন করে সাড়া মিলছে না৷ আগামী দিনে দাবি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষণাও দেন তারা৷ তবে সরকারের এহেন ভূমিকায় এদিনও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে বেকার ফার্মাসিস্টদের৷অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷