মহারাজা বীর বিক্রম কলেজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য আজ থেকে পাঁচ দিনব্যাপী প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কলেজের সামনে পতাকা নাড়িয়ে এই র‍্যালির সূচনা করেছেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেও পোদ্দার, ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ।

এই র‍্যালিতে কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা ছাড়াও কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ, এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। ১৯৫০ সালের এই কলেজের ছাত্র আর এন চক্রবর্তীও এই র‍্যালিতে অন্যান্যদের সঙ্গে পা মিলিয়ে হাটেন। র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার কলেজে গিয়েই শেষ হয়েছে।

র‍্যালির সূচনা করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। এই কলেজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। সমগ্র দেশেই এই কলেজের সুনাম রয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই কলেজের বহু কৃতি ছাত্রছাত্রী সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই কলেজ ত্রিপুরার শিক্ষার প্রসারে এক বিরাট ভূমিকা নিয়েছে।