BRAKING NEWS

ভারত ইনক্রেডিবলই থাকবে, মন্তব্য আমির খানের

aamir khanমুম্বই, ৭ জানুয়ারি (হি.স.): আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা আমির খান| ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো নিয়ে নিজের প্রতিক্রিয়ায় আমির বলেন, `আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এবং এমনই থাকা উচিত|’
বুধবারই জানা যায় ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো হয়েছে আমির খানকে| খবরটি সামনে আসার পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়| শোনা যায়, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় সরতে হয়েছে আমির খানকে| তবে পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়, আমিরকে সরানো হয়নি| সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়েছে সরকারের| সেই চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না|
এরপর বৃহস্পতিবার, আমির এই বিষয়ে তাঁর মতামত জানান| তিনি বলেন, ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি থাকুন বা নাই থাকুন, ভারত ইনক্রেডিবলই থাকবে| সঙ্গে তিনি এও জানান, সরকারই ঠিক করবেন কোনও ক্যাম্পেনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন কি না| আর থাকলে কে বা কারা থাকবেন| সরকার যে তাঁর সঙ্গে কাজ করতে চাইছে না, এর জন্য তাঁর ক্ষোভ নেই| সরকারের এই সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *