নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে বড়সড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের| এমনটাই জানাচ্ছেন গোয়েন্দারা| পাঠানকোটে ৬ জঙ্গিকে হত্যা করার পর এই হামলাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন| কিভাবে ওই ছয় জঙ্গি এয়ারবেসে ঢুকল আর ১২ ঘণ্টা সেখানেই কাটালো, তা এখনও স্পষ্ট নয়| ভিতরের সাহায্য ছাড়া তাদের পক্ষে সেখানে ঢোকা অসম্ভব বলেই মনে করছেন গোয়েন্দারা| সূত্রের খবর, এবিষয়ে একটি বৈঠকে বসতে চলেছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| সেই বৈঠকে জঙ্গিদের ফোনকল গুলি খতিয়ে দেখা হবে| যাঁরা শহীদ হয়েছেন তাঁদের মধ্যে পাঁচজন নিরস্ত্র ছিলেন| আর কর্নেল নিরঞ্জনের মৃতু্য একটি দুর্ঘটনা| সেনাবাহিনীর প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেন, তাঁরা তাঁদের সর্বশক্তি দিয়ে লড়াই করেছেন|