খুন্তি, ২ সেপ্টেম্বর (হি.স.) : ৭২ ঘন্টা পর উদ্ধার হল ঝাড়খন্ডের তোরপা ব্লকের তপকারা থানা এলাকার পান্ডে পুডিং জলপ্রপাতে তলিয়ে যাওয়া যুবকের দেহ। শুক্রবার ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে পেরওয়াঘের উরি রেবেটের কাছে দেহ পাওয়া গিয়েছে।
বুধবার পান্ডে পুডিং জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ১৯ বছর বয়সী মহেন্দ্র চীক বড়াইক। সে ফটকা পঞ্চায়েতের লোহাজিমি দেরং-এর বাসিন্দা । মাছ ধরতে গিয়ে তিনি নদিতে পড়ে যান। ওইদিন গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার এনডিআরএফ দল এবং জেলা পুলিশ বাহিনী পান্ডে পুডিংয়ে পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও নদী থেকে মৃতদেহ উদ্ধার করা যায়নি। এরপর এদিন পেরওয়াঘের উরি রেবেটের কাছে দেহটি পাওয়া গিয়েছে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

