আইএনএস বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী

কোচি, ২ সেপ্টেম্বর (হি.স.): আইএনএস বিক্রান্ত বিশাল, বিরাট, ম্যাজেস্টিক, বিশিষ্ট এবং বিশেষ যা প্রত্যেক ভারতীয়ের গর্ব বাড়ায়। আইএনএস বিক্রান্ত দেশকে এক নতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে, দেশে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কেরলের কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “যদি লক্ষ্য দুরন্ত হয়, যাত্রা দীর্ঘ হয়, সমুদ্র এবং চ্যালেঞ্জ অন্তহীন হয় – তাহলে ভারতের উত্তর বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভারতের স্বনির্ভর হওয়ার এক অনন্য প্রতিচ্ছবি।”

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “কেরলের সমুদ্রতট থেকে প্রতিটি ভারতীয় আজ একটি নতুন ভবিষ্যতের সূর্যোদয়ের সাক্ষী হয়েছে। এইএনেস বিক্রান্তের এই অনুষ্ঠানটি বিশ্ব দিগন্তে ভারতের মনোবল শক্তিশালী করার আহ্বান।” প্রধানমন্ত্রী বলেছেন, “আইএনএস বিক্রান্তের প্রতিটি অংশে নিজস্বতা, শক্তি ও উন্নয়ন যাত্রা রয়েছে। আইএনএস বিক্রান্ত দেশের সম্ভাবনা, সম্পদ এবং দক্ষতার প্রতীক।” নৌবাহিনীর নতুন পতাকা এদিন উন্মোচন ও উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী, এ প্রসঙ্গে তিনি বলেছেন, এযাবৎ ভারতীয় নৌবাহিনীর পতাকায় দাসত্বের পরিচয় ছিল। কিন্তু আজ থেকে ছত্রপতি শিবাজীর অনুপ্রেরণায় সমুদ্রে ও আকাশে উড়বে নৌবাহিনীর নতুন পতাকা৷

প্রধানমন্ত্রী বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসবের সময় ঔপনিবেশিক আমল থেকে হারিয়ে যাওয়া শক্তিকে পুনরুজ্জীবিত করছে ভারত। বিক্রান্ত যখন আমাদের সামুদ্রিক ক্ষেত্রের সুরক্ষায় নামবে, তখন নৌবাহিনীর অনেক মহিলা সৈনিকও সেখানে অবস্থান করবে। সমুদ্রের অসীম শক্তি, সীমাহীন নারী শক্তিতে, বিক্রান্ত হয়ে উঠছে নতুন ভারতের উচ্চ পরিচয়।” প্রধানমন্ত্রী এদিন রণতরী আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেন। আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর নতুন পতাকা “নিশান’ উত্তোলন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *