NSUI:মুখ্যমন্ত্রীর বাড়ি ঘোরও করার হুশিয়ারী এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ ত্রিপুরার যুব সমাজের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি দাওয়া পুরন না হলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই৷ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন এন এস ইউ আই সভাপতি সম্রাট রায়৷ এদিন সম্রাট রায় বলেন রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে এভিবিপি সংগঠন সভ্যপদ সংগ্রহের নামে সন্ত্রাস চালাচ্ছে৷ শিক্ষাঙ্গনগুলিতে অস্থির পরিবেশের সৃষ্টি করছে বলে অভিযোগ জানানো হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ছাত্র ছাত্রীদের উপর সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সম্রাট রায়৷ এছাড়াও অবিলম্বে জেআরবিটির ফলাফল ঘোষণা করার দাবি জানিয়েছেন এন এস ইউ আই৷ দাবিগুলি পূর্ণ না হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে ধর্নায় বসায় হুশিয়ারি দিয়েছেন এন এস ইউ আই সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *