CBI:প্রসন্নর সংস্থার আরও এক কর্মীকে নিজাম প্যালেসে ফের তলব

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : এসএসসি কাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের সংস্থার আরও এক কর্মীকে বুধবার নিজাম প্যালেসে ফের তলব করল সিবিআই। প্রসন্ন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

রোহিত শর্মা নামে কর্মীকে গত সোমবারও তলব করেছিল সিবিআই। উত্তরে সন্তুষ্ট না হওয়ার ফের রোহিতকে তলব। সিবিআই সূত্রে খবর, শিক্ষা দফতরে প্রসন্নর কার রেন্টাল সংস্থার গাড়ি চলত। ক’টা গাড়ি চলত শিক্ষা দফতরে? কত টাকা মিলত? কার কার কাছে গাড়ি যেত? উত্তর জানতে ফের রোহিতকে তলব করা হয়।

ইতিমধ্যেই নিউটাউনে প্রসন্নের বিলাসবহুল বাড়ির সন্ধান মিলেছে। নিউটাউনের রবিরশ্মিতে প্রসন্ন রায়ের দুটি ভিলার হদিশ মিলেছে। দুটি ভিলার এক একটির মূল্য কোটি টাকা বলে সূত্রের খবর। গত ৫ বছর ধরে নাকি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে রয়েছেন প্রসন্ন।