হিসার, ৩১ আগস্ট (হি.স.): বিজেপি নেত্রী সোনালী ফোগাট হত্যা মামলায় এক সন্দেহভাজনকে আটক করল হরিয়ানা পুলিশ। হিসারের স্টেশন হাউস অফিসার (এমএইচও) মনদীপ চাহাল জানিয়েছেন, শিবম নামে একজনকে আটক করা হয়েছে। সে উত্তর প্রদেশের মেরঠ-গাজিয়াবাদ এলাকায় ছিল। বারবার নিজের মোবাইল ফোন সে বন্ধ করে দিচ্ছিল। আমরা একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছি। ওই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, সোনালী ফোগাট মৃত্যু মামলার তদন্তে হরিয়ানার হিসারে এসেছে গোয়া পুলিশ। পুলিশ অফিসার মনদীপ চাহাল জানিয়েছেন, গোয়া পুলিশ এখানে এসেছে। গোয়া পুলিশ এবং হরিয়ানা পুলিশ একসঙ্গে সোনালি ফোগাটের ফার্মহাউসে যাবে, তারপরে হিসারের সন্ত নগরে সোনালীর বাড়িতেও যাবে। এর পরে গোয়া পুলিশও গুরুগ্রামে যাবে। গোয়ার এক পুলিশ কর্তা জানিয়েছেন, আমরা এখানে তদন্তের জন্য এসেছি। তদন্ত অনুযায়ী আমরা বিভিন্ন স্থানে যাব।