নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জানয়ুারি৷৷ সড়ক সুরক্ষা সপ্তাহের দ্বিতীয় দিনে যান দুর্ঘটনায় মৃত্যু হল ৭০ বছর বয়সী এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায়৷ মৃত ব্যক্তির নাম জ্যোতিলাল কর৷ বাড়ি বাইপাস এলাকায়৷ জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ তেলিয়ামুড়া বাজারে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন জ্যোতিলাল কর৷ [vsw id=”KgDkn-KzaaU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে থাকলে টিআর১-এস-১৯০৫ নম্বরের একটি মাটি বোঝাই ট্রিপার নয়নপুর এলাকায় তাকে চাপা দেয়৷ দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জিবিতে রেফার করেন৷ ভোর র াতে জিবিতে তার মৃত্যু হয়৷ এদিকে গাড়িটি রাতে ফেরার পথে স্থানীয় জনগণ গাড়িটি আটক করে৷ এব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
যাত্রীবাহী অটো ও ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন৷ রবিবার সকালে এই ঘটনাটি ঘটে নতুননগরেরর পঞ্চবটি এলাকায়৷ এদিন সকাল আনুমানিক ১১ টা নাগাদ টিআর০১সি-২৮৫৫ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে নরসিংগড়ে যাচ্ছিল৷ বড়জলা পেরিয়ে পঞ্চবটি এলাকায় যেতেই অপরদিক থেকে আসা একটি ইন্ডিকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ইন্ডিকার ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোটি৷ এতে অটোতে থাকা সরস্বতী হরিজন ও পুনম হরিজন নামে দুজন গুরুতর আহত হ ন৷ আহত হয়েছেন অটো চালক অভিজিৎ দাসও৷ প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে আইএলএস হাসপাতালে নিয়ে যায়৷ সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এদিকে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে৷ যদিও ইন্ডিকা চালক ঘটনার পরই পালিয়ে যায়৷
সোনামুড়ার ইন্দিরা নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আরো দুজন গুরুতরভাবে আহত হয়েছে৷ মৃত যুবকের নাম অসীম দাস৷ আহত অপর দুই যুবকের নাম দীপঙ্কর দাস ও সঞ্জিত বর্মণ৷ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ তিন যুবক একটি বাইকে করে মেলাঘর থেকে কেমতলির দিকে যাচ্ছিল৷ দ্রুতবেগে যাওয়ার সময় সোনামুড়ার ইন্দিরানগর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতরভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল বাহিনী ছুটে এসে আহতকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা আশিস দাসকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত অপর দুই যুবক দীপঙ্কর দাস এবং সঞ্জিত বর্মণকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বাইক চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷