আগরতলা, ২৬ আগস্ট : বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডা. ব্রাম টিচিং হাসপাতালের ১৭ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে রক্তদান, খেলাধুলা, কৃতি সংবর্ধনা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার এক স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে।
রক্তদান শিবিরের শুরুতে হাসপাতালের সার্জারি বিভাগের পুরাতন বিল্ডিং-এ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। এছাড়াও আলোচনা করেন প্রফেসর ডাক্তার অরিন্দম দত্ত, নার্সিং কলেজের অধ্যক্ষ অমিতা রায়, স্বাগত ভাষন রাখেন মেডিকেল সুপার ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার এবং ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার তমাল চক্রবর্তী।বক্তারা রক্তদাতাদের উৎসাহিত করে বলেন, রক্তদান জীবনের সমস্ত দানের অন্যতম। রক্তের কোন বিকল্প নেই। তাই নিজে রক্তদান করার পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করার উদ্যোগ নিতে হবে।