নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ ‘রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্টকারী তিপ্রামথা হুশিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে এবং বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতির উপর আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিপ্রামথা দলকে ধিক্কার জানিয়ে বিজেপি কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে একবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বুধবার৷ উল্লেখ্য, মঙ্গলবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামী বাজারে বিজেপি জনজাতি মোর্চার বাজার সভাকে কেন্দ্র করে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয় বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ বিজেপি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ মঙ্গলবার মুঙ্গিয়াকামী বাজারে বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ বিজেপি দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণকারী তিপ্রা মথা দলকে ধিক্কার জানিয়ে কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বুধবার৷ এ দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপি কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি টুটন দেব সহ বিজেপি দলের অন্যান্য নেতাকর্মীরা৷ এদিনের এই মিছিল থেকে বিজেপি দলের কর্মী সমর্থকরা স্লোগানের মাধ্যমে তিপ্রামথা দলের বিরুদ্ধে তীব্র ভাষায় ধিক্কারের সুর চড়িয়েছেন৷ এদিনের এই বিক্ষোভ মিছিলটি ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকা থেকে বেরিয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পথ পরিক্রমা করে পুনরায় মহারানীপুর এলাকায় এসে শেষ হয়৷ এ দিনের এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণপুর মন্ডলের সভাপতির টুটন দেব তিপ্রা মথা দলকে তীব্র ভাষায় ধিক্কার জানান এবং যদি আগামী দিন তিপ্রামথা দল কর্তৃক বিজেপি দলের কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হয়, তাহলে তিপ্রা মথা দলকেও এর যোগ্য জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে৷ আগামী দিন বিজেপি দল এক ইঞ্চি জমি ছেড়েও কথা বলবে না এই কৃষ্ণপুরের মাটিতে৷ বিজেপি ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এদিনের এই বিক্ষোভ মিছিলে দলীয় কার্যকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷
2022-08-24