নয়াদিল্লি, ২৪ আগস্ট ( হি.স.) : শহিদ রাজগুরুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তাঁর জীবন জাতির প্রতি ভালবাসা এবং মাতৃভূমির প্রতি ভক্তির এক অনন্য উদাহরণ।
এদিন শাহ টুইট করেছেন, “শহিদ রাজগুরু জির জীবন দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি উৎসর্গের এক অনন্য উদাহরণ। তার জীবনের একটাই ব্রত, একটাই লক্ষ্য আর একটাই সুর, সেটা ছিল ভারতের স্বাধীনতা আর তার জন্যই তিনি ফাঁসিতে ঝুলে অমর হয়েছিলেন। এমন স্বাধীনতার মহানায়কের জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

