নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ০২ জানুয়ারি ৷৷ অক্টোবর মাসে সংসারী এক ব্যক্তির সাথে নতুন সংসারের স্বপ্ণে কৈলাসহর পালিয়ে আসে অষ্টাদশী রূনা আক্তার৷ সে জানত না তার স্বাপ্ণের পুরুষের সংসার রয়েছে৷ তার মেয়ে ক্লাস ইলেভেন এ পড়ে৷ দুই সন্তানের জনকের খপ্পড়ে পড়ে ত্রিপুরায় এসে পুলিশের হাতে ধরা পড়ে রুনা৷ ৩ মাস জেল এ থাকার পর মুক্তি পেয়ে রুনা শনিবার মা, বাবা, আত্মীয় পরিজনদের কাছে ফিরে গেছে৷ কৈলাসহর চেকপোষ্টে বিএসএফ, বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং ত্রিপুরা পুলিশের উপস্থিতিতে পুশ ব্যাক করা হয় রুনাকে৷
বাংলাদেশের কুমিল্লায় বাড়ি রুনা আক্তারদের৷ সোনামুড়া সীমান্ত দিয়ে স্বপ্ণ পুরুষের সাথে কুমারঘাট যায় রুনা৷ ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে রুনাকে গ্রেপ্তার করে৷ কৈলাসহর কোর্টে প্রেরনের পর তিন মাসের সাজা হয়৷ মুক্তির পর বিএসএফ বিজিবির মাধ্যমে খবর পৌঁছে যায় রুনা আক্তারের বাড়িতে৷ দুদেশের সীমান্ত রফী বাহিনীর নথিপত্রে সই সাবুদ করে রুনা ফিরে পায় তার না মানীর আমাদের৷ তখন দুজনের চোখেই জল৷ মানব ধর্ম যেখানে বড় যেখানে পৃথক ভুখন্ড কিংবা, নিরাপত্তা বাহিনী দুই আত্মজের মিলনে বাধা হতে পারেনা৷ বাড়ি ফিরে রুনা নতুন জীবন শুর করুক এমনটাই প্রত্যাশা করা যায়৷
2016-01-03

