ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট।। একদিনের ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট। বীর শহীদ প্রয়াত অমল সরকারের স্মৃতির উদ্দেশ্যে। রবিবার বাইখোড়া দ্বাদশ শ্রেনী মাঠে শুরু হয় প্রতিযোগিতা। সংবাদ লিখা পর্যন্ত লিগ পর্যায়ের খেলা চলছে। রাতে হবে আসরের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে। মোট চারটি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০৯ নম্বর বি.এস.এফ. ব্যাটালিয়ন ডেপুটি কমান্ডেন্ট এন.এস. সৌধা, ছিলেন টি.সি.এ. এপেক্স কাউন্সিল সদস্য দিপক রায়, জোলাইবাড়ি আর.ডি.ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান যথাক্রমে রবি নম, ও তাপস দত্ত, এম.ও.আই.সি. বাইখোড়া ডঃ শুভ্রজ্যোতি মজুমদার, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল শুক্ল দাস এবং প্রয়াত অমল সরকারের সহধর্মিণী শিমুলী মজুমদার সরকার। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
2022-08-07