ঋদ্ধিমানের পর টিসিএ-তে এবার বাংলার সুদীপ চ্যাটার্জী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। ঋদ্ধিমানের পর এবার সুদীপ চ্যাটার্জি। রাজ্য রঞ্জি দলের হয়ে খেলতে খুব শীগ্রই চুক্তিবদ্ধ হবেন টিসিএ-র সঙ্গে এই বাংলার ক্রিকেটার। এখন পর্যন্ত ৬৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের মধ্যে। সংগৃহিত রান ৩৯৮৮। স্ট্রাইক রেট ৪৭। এই ক্রিকেটারই এবার ত্রিপুরার জার্সি গায়ে জড়িয়ে রঞ্জি ট্রফির ফরম্যাটে খেলবেন। খুবই ভালো সিদ্ধান্ত এটা টিসিএর। সবিস্তারে কাগজে-কলমে বিষয়টা এখনো প্রকাশ্যে আসেনি, তবে বিশ্বস্ত সূত্রে খবর, রাজ্য রঞ্জি দলে প্রথমে ঋদ্ধিমান সাহার মতো এবার দ্বিতীয় পেশাদার হিসেবে সুদীপ চ্যাটার্জির অন্তর্ভুক্তি। নিঃসন্দেহে অনবদ্য ভাবনা টিসিএ-র। তবে পুরো বিষয়টা এখন একটু সময়ের অপেক্ষায়।