নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাস্তা নির্মাণে দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং নতুন করে রাস্তা সংস্কারের দাবিতে রাইমাভেলি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গন্ডাছড়া পূর্ত দপ্তরের এসডিওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে৫ দফা দাবি সনদ পূর্ত আধিকারিকের নিকট প্রদান করা হয়৷ এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গন্ডাছড়া কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয়ে গন্ডাছড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে পূর্ত দপ্তরের অফিসের সামনে এসে জড়ো হয়৷ সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল ৫ দফা দাবি সনদ নিয়ে গন্ডাছড়া পূর্ত দফতরের এসডিওর নিকট তুলে দেন৷
দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ,গন্ডাছড়া আমবাসা রাস্তার দুপাশে সম্প্রতি গড়ে ওঠা রিটের্নিং ওয়াল গুলো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করা হয়েছে৷ তাই অতিসত্বর রিটের্নিং ওয়াল গুলো ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করতে হবে৷ গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তা সংস্কারের কাজ গত সাত বছরেও শেষ করতে পারেনি গন্ডাছড়া পূর্ত দপ্তর৷ তাই অনতিবিলম্বে দ্রুত রাস্তার কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী গড়ে তুলতে হবে৷ গন্ডাছড়া আমবাসা রাস্তায় সম্প্রতি কার্পেটিং এর কাজ করা হয়েছে এবং আরো কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে৷ এতে দেখা যাচ্ছে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি করা হচ্ছে৷ তাই রাস্তা ভেঙ্গে নতুনভাবে রাস্তা তৈরির কাজ করতে হবে৷
ডেপুটেশন প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমুখ৷ ডেপুটেশন প্রদান শেষে ব্লক কংগ্রেস সভাপতি অভিযোগ করেন গন্ডাছড়া মহকুমা এলাকার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে গন্ডাছড়া পূর্ত দপ্তরের আধিকারিকরা ঠিকাদারদের সাথে যোগসাজসে কোটি কোটি টাকার ঘোটালা করে চলেছে৷ আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো মেনে দপ্তর যদি নতুন ভাবে রাস্তার কাজ শুরু না করে তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ এ দিনের ডেপুটেশনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷