মুম্বই, ২৭ জুলাই (হি.স.): সম্প্রতি মারাত্মক চোট পেয়েছেন অভিনেতা ও সাংসদ সানি দেওল। এখন আমেরিকায় চিকিৎসাধীন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগে বলিউড। কয়েক সপ্তাহ আগে শ্যুটিংয়ের সময়ে পিঠে মারাত্মক চোট পান সানি। মুম্বইয়ের হাসপাতালে প্রথমে তাঁর চিকিৎসা শুরু হয়। আঘাত বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে।
পিঠের আঘাতের সেই চিকিৎসা গত দু’সপ্তাহ ধরে চলছে ধর্মেন্দ্র-পুত্রর। সম্পর্ণ সুস্থ হওয়ার পর দেশে ফিরবেন সানি, এমনটাই দেওল পরিবারের তরফে জানানো হয়ছে। সানির চোটের খবরে চিন্তিত বলিউড। বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং। বলিউড তারকার পাশাপাশি এখন সানি এখন সাংসদও বটে। চিকিৎসার কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও যোগ দিতে পারেননি তিনি।