নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু, পরবর্তী দিনই রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। বেশ কিছু সময় রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর।
এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের ছয় রাজ্যের রাজ্যপাল। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন পঞ্জাব ও চন্ডীগড়ের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্ব ভূষণ হরিচন্দ্রণ, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উইকে এবং ওডিশার রাজ্যপাল গণেশি লাল।