ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। প্রসেনজিতের স্বর্ণোজ্জ্বল মুকুটে আরো একটি রঙিন পালকের সংযোজন হতে যাচ্ছে। বিদেশি চেস্ টিমের কোচের দায়িত্ব পেয়েছে ত্রিপুরার একসময়ের বিস্ময় বালক হিসেবে খ্যাত দাবাড়ু প্রসেনজিৎ দত্ত। বর্তমানে প্রসেনজিৎ দিল্লিতে দাবা কোচিংয়ের কাজেই নিয়োজিত রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আসরে প্রসেনজিৎ ভারতীয় দলের কোচ ও ট্রেনারের ভূমিকা পালন করে আসছে। আগামী ২৯ জুলাই থেকে তামিলনাড়ুর চেন্নাই অনুষ্ঠিতব্য ৪৪-তম ফিডে ওয়ার্ল্ড চেস অলিম্পিয়াডে পাপুয়া নিউ গুয়েনার কোচ-কাম- ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে। ৯ আগস্ট পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে বিদেশি একটি দলের কোচ কাম ক্যাপটেনের দায়িত্ব পালন নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। বিদেশি দলের কোচ কাম ক্যাপ্টেন হিসেবে প্রসেনজিতের জীবনে এটি প্রথম। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রসেনজিৎ জাতীয় চ্যাম্পিয়নের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড স্কুল দাবার আসরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিল।
2022-07-25