আগরতলা, ২১ জুলাই৷৷ ভারতের নবনির্বাচিত প্রথম জনজাতি সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্যোগে বিজেপি কর্মীসমর্থকদের নিয়ে দেবদারু বাজারে এক অভিনন্দন রেলি সংগঠীত করা হয়েছে ৷ আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সদস্য চাথই মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, মন্ডলের সাধারন সম্পাদক সমীর পাল সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব বৃন্দরা৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি কতৃক আয়োজিত আজকের এই অভিনন্দন রেলিতে বিজেপি কর্মীসমর্থকরা ব্যাপক উৎসাহেরসহিত অংশগ্রহন করেছেন৷
2022-07-21