আগরতলা, ১৩ জুলাই : রাজ্যে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসন্ন। রাজ্যে তার প্রভাব পড়তে শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৬ জন। যার কারণে ইতিমধ্যে রাজ্যে করোনা বিধি নিষেধ লাগু করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান।
বিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান গুলিতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ অনুসারে আগরতলা শহরের বিদ্যালয় গুলিতে দেখা গেছে ছাত্রছাত্রীরা মাস্ক পরিধান করে পুনরায় পঠন-পাঠন শুরু করেছেন। আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এদিন লক্ষ্য করা গেছে এই চিত্র।
সরকারি বিধি নিষেধ অনুসারে মাস্ক পরিধান করে পুনরায় পঠন-পাঠন শুরু করেছে ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই গাইডলাইন অনুযায়ী মাস্ক ব্যবহার করছেন। যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। করোনার প্রভাবে এর আগেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে গেছিল বিদ্যালয় গুলি। ফের একবার করোনার চোখ রাঙানোতে আতঙ্ক বিরাজ করছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে। আবারো যদি করোনার কারণে বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ হয় তবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে বলে ধারণা করা যাচ্ছে।