BRAKING NEWS

Shiv Sena:১৬ শিবসেনা সাংসদ রাষ্ট্রপতি পদে দ্রৌপদীকে ভোট দেওয়ার পক্ষে, বেকায়দায় উদ্ধব

মুম্বই, ১১ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রে শিবসেনার ১৬ জন সাংসদ এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানানোর আর্জি পেশ করলেন উদ্ধব ঠাকরের কাছে। সোমবার দলীয় সাংসদদের বৈঠক ডেকেছিলেন শিবসেনা প্রধান। সেখানেই সব সাংসদ দ্রৌপদীকে সমর্থনের প্রস্তাব দেন। পরে শিবসেনা সাংসদ গজানন কীর্তিকার বলেন, দ্রৌপদী যেহেতু একজন আদিবাসী মহিলা, তাই আমাদের তাঁকেই ভোট দেওয়া উচিত। কারণ, মহারাষ্ট্রের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত।

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনও হুইপ জারির বিষয় থাকে না। সাংসদরা তাঁদের ইচ্ছে মত যাঁকে খুশি ভোট দিতে পারেন। এই পরিস্থিতিতে উদ্ধবকে সাংসদদের প্রস্তাব মেনে নিতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে পর্যন্ত শিবসেনা বিরোধী জোটের সম্মিলিত প্রার্থী যশবন্ত সিনহাকেই সমর্থনের কথা বলে এসেছে।
সাংসদদের এই প্রস্তাবে উদ্ধব আরও চাপে পড়ে গেলেন বলে রাজনৈতিক মহলের অভিমত। উদ্ধবের মূল অভিযোগ, বিজেপির মদতেই শিবসেনা বিধায়কদের মধ্যে ভাঙন ধরেছে। বিজেপি কলকাঠি নেড়েই উদ্ধবকে ক্ষমতাচ্যুত করেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *