BRAKING NEWS

Supreme Court:মুম্বই বিস্ফোরণে দোষী আবু সালেমকে ২৫ বছরের বেশি সাজা দেওয়া যাবে না : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ জুলাই ( হি.স.) : পর্তুগালকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মানতে বাধ্য ভারত সরকার। ২৫ বছরের সাজা শেষ হলেই আবু সালেমকে ছেড়ে দিতে হবে। সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন গ্যাংস্টার আবু সালেম।

সালেম দোষী সাব্যস্ত হওয়ার পর পর্তুগালের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে ভারত। শেষে ২০০৫ সালের ১১ নভেম্বর তাঁকে পর্তুগাল থেকে ভারতে নিয়ে আসা হয়। তখনই কেন্দ্রীয় সরকার পর্তুগালকে আশ্বাস দেয় ২৫ বছরের বেশি সাজা হবে না তাঁর। ২০৩০ সালে তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কৌল এবং এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে, ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের ৭২ নম্বর ধারা মেনে চলার পরামর্শ দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। বেঞ্চের কথায়, ‘‘২৫ বছরের সাজা শেষের এক মাসের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে। এমনকি, ভারতীয় দণ্ডবিধি মেনে কেন্দ্র চাইলে ওই এক মাস সময় মকুবও করতে পারে। সালেমের ২৫ বছর সাজার শেষ মাসেই সব নথি জমা করতে পারে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *