নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
শুক্রবার রাহুল গান্ধী টুইটে জানান, ” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয় ছিল। তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর পরিবার এবং জনগণের প্রতি আমার সমবেদনা। “
প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে বলে খবর। গুলিবিদ্ধ হওয়ার পরই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন শিনজো। আবের মৃত্যুতে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা শোকবার্তা জানিয়েছেন।