চন্ডীগড়, ৬ জুলাই (হি.স.): কথা দিয়ে কথা রাখল পঞ্জাবের ভগবন্ত মান সরকার। ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্জাব সরকার, সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায়। বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। টুইটারে তিনি লেখেন, “আমরা পঞ্জাবের জনগণকে একটি বড় আশ্বাস দিয়েছিলাম যে, সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেব। সরকারের এই সিদ্ধান্ত বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।”
তিনি দাবি করে লেখেন, আমরা যা বলি, তা করেও দেখাই। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও জানান, এখন প্রতি বিলে ৬০০ ইউনিট বিদ্যুৎ মকুব করা হবে। পঞ্জাবের জনগণকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করব।”