ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো যোগা প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হয় যোগাসন প্রতিযোগিতার আসর। অষ্টম বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এবং গান্ধীগ্রামের বিবেক-আনন্দের সৎসঙ্গ যোগা প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বামুটিয়া আর.ডি ব্লক ভিত্তিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা উপলক্ষে রাজ্যের, যোগাসনের রাজ্য তথা জাতীয় স্তরের স্বর্ণপদক জয়ী নবীন ও প্রবীণ ১২ জনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়: যীশু চক্রবর্তী, সুনন্দা ভট্টাচার্য, রণজিৎ সাহা, অনিন্দিতা দাস, মাধুরী নন্দী,উত্তম দেবনাথ, সুভাষ চন্দ্র ভট্টাচার্য,মোহন জী, অমল ভট্টাচার্য,চন্দনা দেব, সত্য ঘোষ এবং অষ্টমী ঘোষ। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা পরিষদ সদস্য সমরেশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীমতি শিলা দাস, পশ্চিম ত্রিপুরা জেলা যোগা এসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ, পঞ্চায়েত প্রধান শ্রীমতি অষ্টমী ঘোষ ও শ্রীমতি জানকি বিশ্বাস সহ রমেন্দ্র চন্দ্র রায় চৌধুরী, ব্লকের বিডিও, মন্ডল সভাপতি এবং গান্ধীগ্রাম কমিটির সচিব দেবু ঘোষ প্রমুখ উপস্থিত থাকবেন। যোগারুদের পক্ষ থেকে পিরামিড প্রদর্শন করানো হয়। যা সকলের নজর কেড়ে নেয়। ৬০ জন খেলোয়াড় এদিন প্রতিযোগিতায অংশ নেয় বিভিন্ন বিভাগে। শেষে যোগারুদের অনুরোধে সাড়া দিয়ে সকলের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন বিধায়ক সহ উপস্থিত অতিথিরা। বিবেক-আনন্দের সৎসঙ্গের পক্ষ থেকে সচিব অমলেন্দু দে এ খবর জানিয়েছেন। ফলাফল জুনিয়র (বালিকা): দেবশ্মিতা দেব,দিশা দেব, আব্নি দাস। সাবজুনিয়র (বালক) আরিয়ান সূত্রধর, অমল সূত্রধর, আদিত্য দে। জুনিয়র (বালিকা) সৃষ্টি সরকার, নিহারিকা দে, অমনিতা সূত্রধর। জুনিয়র (বালক) আয়ুষ দাস, প্রণয় দেবনাথ, আযুষ চক্রবর্তী। সিনিয়র (বালিকা) মুক্তা দাস, দিশা দেবনাথ, দিয়া গোস্বামী। সিনিয়র (বালক) শুভম চক্রবর্তী, কৌশিক পাল এবং শান্তুনু সরকার।
2022-06-30