ছত্তিশগড়ে পঞ্চায়েত প্রধানকে খুন করল মাওবাদীরা

বিজাপুর, ২৯ জুন ( হি. স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার তোয়ানার থানা মোরমেদ এলাকার পঞ্চায়েত প্রধান পতিরাম কুদিয়ামকে খুন করেছে নকশালরা। বুধবার পুলিশ সুপার পঙ্কজ শুক্লা এখবর জানান। তদন্ত চলছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৭টা নাগাদ মাওবাদীরা পঞ্চায়েত প্রধান পতিরাম কুদিয়ামকে অপহরণ করে। এরপরই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় তাকে। ঘটনাটি ঘটেছে বিজাপুর থেকে ২০ কিলোমিটার দূরে তোয়ানার থানা এলাকায়। মাওবাদীদের সন্দেহ ছিল, পঞ্চায়েত প্রধান একজন পুলিশের গুপ্তচর। এই ঘটনার পর পুলিশ তল্লাশি অভিযান ও তদন্ত শুরু করেছে।