কলম্বো, ২৮ জুন (হি. স.) : চরম আর্থিক সঙ্কটের ফলে বিদেশ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল কেনা যাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত যাতে অন্তত জরুরি পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনের জন্য জ্বালানির ব্যবস্থা করা যায়, তার জন্য ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের জন্য তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার । আগামী দুই সপ্তাহ ধরে এই নির্দেশিকা জারি থাকবে। এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসকেরা।
এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ‘ব্যাঙ্কিং সমস্যার কারণে আগামী সপ্তাহেও শ্রীলঙ্কায় তেল পৌঁছাবে না। নতুন তেল পৌঁছতে দেরি হতে পারে। তাই জরুরিপরিষেবা যাতে চালু রাখা যায়, তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জ্বালানি বাঁচাতে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ‘গত কয়েক সপ্তাহ ধরেই দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি সঙ্কট তুঙ্গে উঠেছে। বিভিন্ন পেট্রল পাম্পের সামনে লরি সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। জ্বালানি সংগ্রহ করতে গিয়ে একজন লরিচালক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আর ওই মর্মান্তিক ঘটনা ঘটার পরেই নড়েচড়ে বসেছে রণিল বিক্রমসিংহের সরকার। বিভিন্ন পেট্রল পাম্পের সামনে জ্বালানি সংগ্রহে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ির চালক ও মালিকদের টোকেন দেওয়া শুরু করেছে সেনাবাহিনী। ওই টোকেন দেখিয়েই তেল সংগ্রহ করতে হবে। কিন্তু সোমবার আচমকাই ব্যক্তিগত গাড়ি ও অনাবশ্যক যানবাহনের কাছে তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে জ্বালানি মন্ত্রক। বলা হয়েছে, শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনে ব্যবহৃত গাড়িগুলোয় জ্বালানি সরবরাহ করা হবে। অপ্রয়োজনীয় যানবাহন বা ব্যক্তিগত গাড়িতে আগামী ১০ জুলাই পর্যন্ত পেট্রল-ডিজেল দেওয়া হবে না।’