কুল্লু, ২৫ জুন (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লুতে বিরাট রোড শো করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রোড শো থেকে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি দূরীকরণের আশ্বাস দিয়েছেন। কেজরিওয়াল এদিন রোড শো থেকে বলেছেন, কখনও কী শুনেছেন একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীকেই জেলে পাঠাচ্ছেন? মান সাহেব জানতে পারলেন তাঁর স্বাস্থ্যমন্ত্রী অসাধু কাজের সঙ্গে জড়িত। বিরোধীরা, মিডিয়া জানত না। তিনি চাইলেই ধামাচাপা দিতে পারতেন, কিন্তু তেমনটা করেননি। মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন।
কেজরিওয়াল এদিন বলেছেন, “আমরা রাজনীতি জানি। রাজনীতি করতেও এখানে আসিনি। আন্না আন্দোলন থেকে আমাদের যাত্রা শুরু তারপর আমরা দল গঠন করি। দেশ থেকে দুর্নীতি শেষ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমে আমরা দিল্লি থেকে দুর্নীতি শেষ করেছি, এবার পঞ্জাবে আমাদের কাজ শুরু হয়েছে। এদিন হিমাচল প্রদেশ সরকারকেও কটাক্ষ করেছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।