গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন রেল স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) চারজন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করেছে। নিরাপদ আশ্রয় ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবক এবং চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, গত ২০ জুন নিউ জলপাইগুড়ির মেরি সহেলির একটি আরপিএফ টিম নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। এছাড়া ২১ জুন আরপিএফ-এর মেরি সহেলি/নিউ জলপাইগুড়ির একই দল নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে তাদের রেলওয়ে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়।
২১ তারিখের একটি ঘটনায় ডিমাপুরের আরপিএফ টিম নিজেদের কর্তব্য পালন করার সময় ডিমাপুর স্টেশন থেকে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে তাকে ডিমাপুরের রেলওয়ে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া, ২১ তারিখে অন্য আরেকটি ঘটনায় কাটিহারের (ইস্ট) একটি আরপিএফ টিম কাটিহার স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে তার পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে “মেরি সহেলি”-র অধীনে একটি নতুন উদ্যোগ সূচনা করা হয়েছে এবং মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে এবং যে কোনও জরুরিকালীন সময়ে ১৩৯ হেল্পলাইন নম্বর ব্যবহার করার জন্য দিনরাত ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে।